নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে জেলার নেতৃবৃন্দদের নিয়ে (১০ই অক্টোবর) রোজ শুক্রবার সন্ধ্যায় সাধারণ আলোচনা সভা (মাসিক মিটিং) অনুষ্ঠিত হয় সংগঠনটির অস্থায়ী কার্যালয় সানমুন নার্সিং হোম, জান-এ-সেবা হাউজিং, অফ দ্যা গেট, বগুড়া-তে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সংগ্রামী সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ কাওছার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রায়হান ফাইদুল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক জহুরুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩