প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৬:২৯ পি.এম
ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের শ্রাবণ মিয়া ৩ দিন থেকে নিখুঁজ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের নুর-ইসলাম মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (১২) ৩ দিন থেকে নিখুঁজ।
নুর-ইসলাম মিয়া বলেন, শ্রাবণ মিয়া শেরপুর আমার বাড়িতে থাকিয়া জড়াকুড়া আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করেন। ১১ অক্টোবর ২০২৫ আনুমানিক ১১ ঘটিকায় আমার ছেলে আমাদের বাড়ি হইতে কাউকে না জানিয়ে অজ্ঞাত স্থানে চলিয়া যায়।

পরবর্তীতে আমার ছেলে শ্রাবণ মিয়া (১২)কে খুজাখুজি করিয়া পাই নাই। এবং পরবর্তীতে আমার ছেলের মোবাইল ০১৯৪৪০৫৩৩৭০ নাম্বারে ফোন করিলে মোবাইল ফোন আমাদের বাড়িতে পাই।
সম্ভাব্য স্থানে আমার ছেলে শ্রাবণ মিয়া (১২)কে খুজে পাওয়া যাচ্ছে না তাই ১৪ অক্টোবর ২০২৫ ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।
যাহার জিডি নং-৬১৬, জিডি ট্র্যাকিং নং-STFE2L।
নিখুঁজ আমার ছেলে শ্রাবণ মিয়া(১২) এর বর্ণনা দেওয়া হলো:শ্রাবণ মিয়া (১২) উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি,গায়ের রং -ফর্সা মুখমন্ডল গোলাকার, পড়নে ছিল নীল রং এর শার্ট ও কালো রং এর জিন্স প্যান্ট পরনো ছিল।যদি কেউ কোনো সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে ০১৯৪৪-০৫৩৩৭০ যোগাযোগ করুন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩