নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার সাজাপুর উত্তরপাড়া দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মাদ্রাসার মহাতিমিম হাফেজ গোলাম জাকারিয়ার সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় এতিমখানার ৫৫ জন ছাত্রের আবাসন, খাদ্য, চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে উক্ত এতিমখানাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩