রাউজান প্রতিনিধি চট্টগ্রম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য মেধাবী ছাত্রনেতা মো. জুবায়েদ হোসেন ও রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী হত্যার প্রতিবাদে রাউজানে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাউজান উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে নোয়াপাড়া পথেহাট-সংলগ্ন কাপ্তাই সড়কে এ কর্মসূচি পালন করা হয়।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আজম ছোটনের সভাপতিত্বে বিক্ষোভসমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. তসলিম উদ্দিন ইমন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি।এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা বাপ্পা দাশ, মোহাম্মদ পারভেজ আলম, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ শাহ নেওয়াজ, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ আরাফাত নয়ন, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ মহিনুল ইসলাম পিংকু, রাউজান উপজেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ রুমান, ছাত্রদল নেতা মোহাম্মদ নয়ুম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সোহেল খান, মোহাম্মদ ওসমান, তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন রিদয়সহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করে বলেন, "রাউজান উপজেলায় একের পর এক হত্যাকাণ্ড হলেও হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলেছে। দিনদুপুরে শত মানুষের সামনে হাকিম চৌধুরীর মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদকে গুলি করে হত্যা করার সাহস দেখিয়েছে সন্ত্রাসীরা।"তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জুবায়ের ও হাকিম চৌধুরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় রাউজানে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।শেষে নোয়াপাড়া পথেহাট এলাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩