রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান থানার বিশেষ অভিযানে হুমায়ুন কবির (৪৫) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার এসআই (নিরস্ত্র) মো. আনিছুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাগে ৪টায় চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিটিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির নাম হুমায়ুন কবির। তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের নুর বক্স টেন্ডলের বাড়ির আব্দুর রশিদের পুত্র।
তিনি জিআর মামলা নং ৩২৬/৯২ (ডবলমুরিং), অস্ত্র আইনের ১৯(এ) ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জানিয়েছেন থানা পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন গ্রেফতারকৃত আসামিকে গতকাল সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩