
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং ডা. মোঃ মোসলেউদ্দিন হায়দার রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এই আনন্দঘন মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
মোঃ রিপন বিশ্বাস (তন্ময়) – সাধারণ সম্পাদক,
মোঃ আরমান হোসেন (ডলার) – সাংগঠনিক সম্পাদক,
মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু) – দপ্তর সম্পাদক,
এছাড়া সদস্যবৃন্দ মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে এম-ট্যাব নেতৃবৃন্দ নবনির্বাচিত উপদেষ্টা ও সহ সম্পাদকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে ড্যাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সাফল্য কামনা করেন।
এসময় তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের দিকনির্দেশনায় ড্যাব আজ শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে।
মহান আল্লাহ পাক নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন—এই দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ।।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩