নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের কুতুবদিয়ার ভূমি অফিসের সেবায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন কুতুবদিয়ায় উত্তর জোনের সাধারণ মানুষ।সাম্প্রতিক দেখা যায় সৈরাচার হাসিনার আমলে কুতুবদিয়া উপজেলায় ভূমি সেবা প্রদান করতেন শুধুমাত্র বড়ঘোপ ইউনিয়ন ভুমি অফিসে।সেখানে সেবার নামে উত্তর জোনের মানুষকে নানা ভাবে হয়রানির অভিযোগ ছিলো তৎকালীন তহসিলদার এর বিরুদ্ধে। সে সময় বিভিন্ন দালালদের দৌরাত্ম ছিলো সেখানে। যার ফলে পদে পদে ভোগান্তির স্বীকার হতো সাধারণ মানুষ।
সাম্প্রতিক দেখা যায় সাধারণ মানুষের কষ্ট লাগব করার জন্য উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ হওয়ার পর হতে নিয়মিত কাজ শুরু করেন দায়িত্বরত তহসিলদার সেলিম সিকদার। খুবই দক্ষতার পরিচয় দিয়ে তিনি সু-নামের সাথে কাজ করে যাচ্ছেন।
নিয়মিত অফিস করার পরে ও তাকে অনেক সময় কক্সবাজার জেলা মিটিংয়ে উপস্থিত থাকতে হয়।তাহার সেই উপস্থিতি কে পুজি করে নিজের স্বার্থ হাসিল করার জন্য একটি কুচক্রীমহল সামাজিকভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।সেই অপপ্রচারের কারণে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
উত্তর ধূরুং ইউনিয়নের একজন স্থানীয় সার্ভেয়ার জানান খুবই দক্ষতার সাথে তিনি সেবা দিয়ে যাচ্ছেন,কিছু অসাধু ব্যক্তি এবং দালালরা অনৈতিক সুবিধা ভোগ করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি একজন সার্ভেয়ার হিসেবে সাধারণ জনগণের পক্ষ হতে উক্ত অপপ্রচারের তীব্রনিন্দা জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩