রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আওলাদে রাসুল (স:) ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর প্রধান পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসৃচি অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া হলদিয়া দায়রা শাখা, উত্তর সর্তা শাখা, ইয়াছিন নগর শাখা, উত্তর হলদিয়া শাখা, ডাবুয়া শাখা ও দক্ষিণ ধর্মপুর শাখার যৌথ আয়োজনে ১লা নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপর ২টা পর্যন্ত হলদিয়া দায়রা প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাইজভান্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রায় ১০০ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং শতাধিক ব্যক্তিকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের কোষাধ্যক্ষ এম কামাল উদ্দিন। হলদিয়া দায়রা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুচ মিয়া কোম্পানি, ফটিকছড়ি উপজেলা কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, উত্তর সর্তা শাখার সভাপতি আরফর রহমান, ইয়াছিন নগর শাখার সভাপতি নুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, হলদিয়া দায়রা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা নুরুল আলম চৌধুরী, দক্ষিণ ধর্মপুর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ওমর ফারুক বাবু, সৈয়দুল আলম, ডাবুয়া শাখার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আরিফুল ইসলাম, উত্তর হলদিয়া শাখার মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সাইফুল, হক কমিটি সর্তাকুল দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর, মোহাম্মদ মুন্না, আব্দুল্লাহ আল রায়হান, মোহাম্মদ রাশেদ, আরব রহমান রাব্বী, ওমর ফারুক, মোহাম্মদ মুছা সহ আরো অনেকেই।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩