
শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
এতে শেরপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।
তিনি আরও বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। যেহেতু দলটির প্রতিষ্ঠাতা একজন সেনাবাহিনীর গর্বিত সদস্য সেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩ জন নমিনেশন প্রাপ্তদের বাইরে আরও সুযোগ প্রদানের জন্য উদাত্ত আহ্বান।
মুক্তিযুদ্ধে আবালবৃদ্ধবনিতা অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী মূখ্য ভূমিকা পালন করেছেন। বিডিআর কার্নেজে ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন ও ৫ই আগস্ট বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী তখনই মূল্যায়ীত হবে যখন অবসরপ্রাপ্তরা জাতীয় পর্যায়ে ভালো ভূমিকা রাখতে পারবে।
৩রা নভেম্বর ২০২৫ সালে ২৩৭ আসনে ধানের শীষের মনোনয়নের প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। যাঁদেরকে চূড়ান্ত করা হয়েছে তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি যে বিষয়টি নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি আমার এলাকা শ্রীবরদী-ঝিনাইগাতীতে জনগণের সান্নিধ্যে গিয়েছি বিশেষ করে শ্রীবরদীর প্রিয় ভাই বোনেরা সাড়া দিয়েছিলেন যে কথা বলেছেন তার মধ্যে একটি কথা ছিলো আমি যে উপজেলায় বাস করি ঝিনাইগাতী উপজেলা স্বাধীনতার পর এমপি নমিনেশন কিংবা এমপির স্বাদ পায়নি।
তো উনারা বলেছেন যে একটিবারের জন্য এই উপজেলা বাসীকে সুযোগ দেওয়া উচিত, যা আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। এখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে। ঝিনাইগাতী বাসী দেড় লাখ ভোটার উনারও আশাবাদী ঝিনাইগাতী থেকে একবার হলেও ঝিনাইগাতী থেকে বড় দল থেকে নমিনেশন পাক এবং এমপি নির্বাচিত হোক।
আমি মনে করি দল যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আমার ব্যক্তিগত তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করবো যাতে করে এই ঝিনাইগাতী বাসীর আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলার জন্য সাহায্য করবেন। অবহেলা ও বঞ্চিত থেকে বের হয়ে আসার জন্য উনি নমিনেশনের যে সিদ্ধান্তটা পুনঃবিবেচনা করবেন।
শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ধানের শীষের মনোনয়নের সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিকট পুনঃবিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি। স্বাধীনতার পর ৫৪ বছরের অবহেলিত ঝিনাইগাতী বাসীকে বঞ্চনা, অবহেলা ও অপমানের হাত থেকে বাঁচান।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩