রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের বিশেষ দল। গতকাল সোমবার (১০ নভেম্বর ) ভোরে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এসময় দুই যুবক মো. সাকিব (২১) ও মো. শাহেদ (২৭) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হয়েছে ৪২ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১৬ রাউন্ড শটগানের কার্তুজ, সাতটি খালি ম্যাগাজিন, একটি রকেট ফ্লেয়ার, দুটি রামদা, ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা। এছাড়া ৯৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মুহাম্মদ রাসেল বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছিল। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩