
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্তের গোমরা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫৮ বোতল বিদেশী মদসহ এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল।
আটক মাদককারবারীর নাম মো. আক্তার মিয়া (৩০)। তিনি মৃত শাহ জালালের ছেলে এবং গোমরা এলাকার বাসিন্দা। অভিযানের সময় বিজিবি তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করে।
বিজিবি জানান, আটককৃত মদ ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য ৪ লক্ষ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ এর আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩