রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়া এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ কাউছার হামিদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২২/১১/২০২৫ইং তারিখ ১৪.২০ ঘটিকার সময় রাউজান থানাধীন রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর সরকারপাড়া মুক্তিযোদ্ধা কালু চন্দ্র সরকারের বাড়ির দক্ষিণ পাশে মিলন কান্তি দে এর মালিকানাধীন খালি জায়গায় হতে আসামী আবু সাইদ প্রঃ রিপন (৩৭), পিতা- শওকত আকবর চৌধুরী প্রঃ জুনু, মাতা-মৃত ছানোয়ারা বেগম, সাং-সুলতানপুর, জানালী চৌধুরী বাড়ী, ৪নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, থানা- রাউজান, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০২০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য ও তাহার দেখানোমতে পুলিশ রাউজান থানাধীন রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পিছনে জনৈক কালুর গরুর ফার্মের ১ম কক্ষ হতে ০১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি, ০৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে রাউজান থানাসহ অন্যান্য থানায় ১৫টি মামলা রয়েছে।
উল্লেখ্য যে, গত ২০/১১/২৫ইং তারিখ রাত ০৩.৪০ ঘটিকার সময় আসামী আবু সাইদ প্রঃ রিপন এর বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি ধারালো কিরিচ, ১টি তলোয়ার উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় রাউজান থানার মামলা নং- ২৯, তারিখ-২০/১১/২৫ইং, ধারা-19A/19(f) The Arms Act, 1878 রুজু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩