
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর ) সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান।
ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা নয়ন মিয়া প্রমুখ।
পরে আমন্ত্রিত অতিথিরা প্রাণি সম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হবে।
######
নাহিদুল ইসলাম নাহিদ
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৬-১১-২০২৫
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩