
নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভুরুঙ্গামারী উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং যুগ্ম সমন্বয়কারী মোরশেদুর রহমান আনিস, ২ নং যুগ্ম সমন্বয়কারী শামীম সারওয়ার, সদস্য নাহিদ হাসান প্রিন্স।
সভায় উপজেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয়ের সঞ্চালনায় আহ্বায়ক আহসান হাবীব লিংকনসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
জাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের অধিকার ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় থেকেই জাতীয় ছাত্র শক্তির যাত্রা শুরু। আমরা নতুন প্রজন্মকে ইতিবাচক রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে চাই। সংগঠনকে সুসংগঠিত করে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম বিস্তার করা হবে।
মাহফুজুল ইসলাম কিরণ বলেন, জাতীয় ছাত্র শক্তি আমাদের সংগঠনের প্রাণ। তরুণরা দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গঠিত হওয়ার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন আরও বেগবান হবে।
এসময় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
০১-১২-২০২৫
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩