
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ( ২৪ ডিসেম্বর ) বুধবার আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা হল রুমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল হাসান, আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, মোঃ আতাউর রহমান, বন বিভাগের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার, এস.কে. সাত্তার, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী টিটু, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প প কর্মকর্তা, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ, দুর্নীতি দমন কমিশনের আহ্বায়ক আবুল হাসেম প্রমূখ।
উক্ত সভায় নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুকুনুজ্জামান জামান বলেন ভারতীয় মাদক ব্যবসায়ীরা সবারই পরিচিত হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। সভায় সভাপতির বক্তব্যে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আশরাফুল আলম রাসেল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে মাদকদ্রব্য পাচার বন্ধ এবং এর সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি আসন্ন সংসদ নির্বাচনে আচরণবিধি মেনে চলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন প্রকার অবনতি না ঘটে সে ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
বার্তা প্রেরক: মিজানুর রহমান , শেরপুর।
মোবাইল: ০১৭৮৭-৩৩০৯৭২
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩