
শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মাহবুবা হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় নবাগত ইউএনও মিজ্ মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হক ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে দেশের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩