মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আজ বুধবার ১৪ জানুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন সার ডিলার দোকান মনিটরিং করেন মো: আলমগীর কবির, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শেরপুর।
এসময় খামারি এপ্স এর মাধ্যমে সার বিক্রয়ের ড্রপডাউন ব্যানার, বিক্রয় রেজিস্টার, ক্যাশমেমো, স্টকবুক, পরিদর্শন রেজিস্টারসহ সকল কার্যক্রম মনিটরিং করেন।
কৃষকদের খামারি এপস ব্যবহার করে জমিতে সার প্রয়োগের জন্য সুপারিশ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মো: মশিউর রহমান,
রাশিদুজ্জামান ইমরান, অতিরিক্ত কৃষি অফিসার, নালিতাবাড়ী,শেরপুর।
উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান প্রতিনিধিকে জানান,খামারি এপ্স ব্যবহার করলে কম সারে অধিক ফসল পাওয়া যায় এবং কৃষকদের উৎপাদন খরচ কম হয়।আসুন, আমরা খামারি এপস ব্যবহার করি,
অধিক ফসল ঘরে তুলি।
তিনি আরো বলেন, এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩