শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা। অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে নানিয়ারচর সেনা জোনের নগদ অর্থ প্রদান ও মিষ্টি বিতরণ আ,লীগের দূষর রুকন উদ্দিন এর দাপট,তাহিরপুরে এসিল্যান্ডের সাথে করলো দূব্যবহার সারাদেশে বেসরকারি বৃত্তি পরিক্ষা শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা-২০২৫ সম্পন্ন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। শেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় শেরপুরের ঝিনাইগাতীতে  আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জ-১ আসনে ভোটের অঙ্ক বদলাচ্ছে, বিএনপি–জামায়াত–চরমোনাইয়ের ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। লাকসাম রেলওয়ে জংশন লেক পাড়ের এসএস রেলিং চুরি, বিনোদন কেন্দ্রের সৌন্দর্য হুমকির মুখে

দুই হাজার নেতাকর্মী গ্রেফতার : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

গত কয়েক দিনে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে, শতশত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি ন। আমার জানা মতে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে।’‌

‘বিএনপি নাশকতার সঙ্গে যুক্ত রয়েছে’, সরকারের এমন বক্তব্যের প্রতিবাদে মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায়টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরও আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর