সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

ছাত্র-জনতা আন্দোলন দমাতে জেলা শিক্ষা অফিসার আফছার আলী শিক্ষকদের নিয়ে ষড়যন্ত্রমুলক মিটিং ডেকেছিল!

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৯৬৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে সিরাজগঞ্জ সদর-কামারখন্দের সকল সরকারী, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কওমী মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডেকে মিটিং করার ষড়যন্ত্র করছিল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফছার আলী। সরকারী নিয়মনীতি উপেক্ষো স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর টেলিফোনের নির্দেশে জেলা শিক্ষা অফিসার আফসার আলী প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠির মাধ্যমে হেনরী বাসায় এ মিটিং ডেকেছিল। মিটিংয়ে ছাত্ররা যেন মাঠে না নামে এ ধরনের প্রতিষ্ঠানের প্রধানদের এসব নির্দেশনা দেয়ার কথা ছিল বলে প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে জানা গেছে। কিন্তু মিটিংয়ের নির্ধারিত দিন ৪ আগষ্ট সিরাজগঞ্জে আন্দোলন চুড়ান্ত রূপ ধারন করায় মিটিং করতে সক্ষম হয়নি।
চিঠিতে উল্লেখ করা হয়েছিল,

‘‘ড.জান্নাত আরা হেনরী, মাননীয় জাতীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ সদর- কামারখন্দ) মহোদয়ের ০৩/০৮/২০২৪ খ্রিঃ তারিখের টেলিফোনিক নির্দেশনা মোতাবেক আগামী ০৪/০৮/২০২৪খ্রিঃ তারিখ রোজ রবিবার বিকাল ৫.০০ ঘটিকায় তাঁর বাসভবনে নির্বাচনী এলাকা (সদর, কামারখন্দ) অন্তর্গত সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান প্রধানগণের সমন্বয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মত বিনিময় সভায় তাঁর আওতাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। ’’

এ বিষয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জানান, একজন শিক্ষা অফিসার কোনভাবেই এ ধরনের চিঠি ইস্যু করতে পারে না। এটা একটা ছাত্র আন্দোলন দমানের জন্য ষড়যন্ত্র ছিল। তিনি এবং সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী প্রতিষ্ঠান প্রধানদের চাপ দিয়ে ছাত্রদের ঘরে ফেরানোর ষড়যন্ত্রের জন্য এই মিটিং ডেকেছিল। আমরা দেশবিরোধী ও ছাত্র-জনতার আন্দোলবিরোধী এ ধরনের শিক্ষা অফিসারের অপসারন দাবী করছি।
এ বিষয়ে আফসার আলী চিঠি ইস্যু করা অবৈধ স্বীকার করে বলেন, একজন সংসদ সদস্য নির্দেশ দিয়েছিল তাই এটা করেছিলাম। কিন্তু মিটিংটি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর