বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

সিরাজগঞ্জে মার্সেল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

জাঁকজমকপূর্ণ ভাবে সিরাজগঞ্জে উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সুক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ইউনিক মার্কেটিং এন্টার প্রাইজ-০২। এ শো-রুমে এই অঞ্চলের গ্রাহকরা এখন হাতের কাছেই পাবেন ‘মেড ইন বাংলাদেশ’ প্রযুক্তিতে তৈরী মার্সেল ব্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পর্ণসামগ্রী।

সাশ্রয়ী দামে কিনতে পারবেন, বিশ্বের সর্বোচ্চ ও সর্বাধুনিক মানসম্পন্ন প্রযুক্তির ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে জেলার এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় জাঁকজমকপূর্ণ ভাবে এক অনুষ্ঠানে মার্সেলের নতুন শো-রুমের উদ্বোধন করেন মার্সেল ব্র্যান্ডের ব্যান্ড এম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এরআগে, মার্সেল পণ্যের লিফটেলসহ আনন্দ র‌্যালী করা হয়েছে।

শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে মো. মতিউর রহমান বলেন, দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আমাদের লক্ষ্য দেশের আপামর জনসাধারণের হাতে সাশ্রয়ী মূল্যে অন্তর্জাতিক মানের পণ্য পৌঁছে দেওয়া। নতুন এ শো-রুম উদ্বোধনের ফলে এ এলাকার গ্রাহকরা এখন সহজেই মার্সেলের পণ্য কিনতে পারবেন।

তিনি বলেন, সারা দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক সংগঠনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করছে মার্সেল। আমাদের এ কার্যক্রম খাদ্যে ভেজাল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।

চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্য সামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে আর্কষণীয় ডিজাইনের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করে যাচ্ছেন মার্সেল। এই পণ্যগুলো সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা, আইএসও স্ট্যান্ডার্ড দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় মার্সেল ব্র্যান্ড অতি দ্রুত গ্রাহক প্রিয়তার শীর্ষে উঠে এসেছে। অতিদ্রুত মার্সেল ব্র্যান্ড দেশের ইলেকট্রনিকস বাজারে শীর্ষস্থান দখল করবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে সক্ষম হবে বলে তিনি জানিয়েছেন।

এসময় মার্সেল এর হেড অফ মো. মতিউর রহমান, মার্সেল নর্থ ইনচার্জ কুদরত-ই-খোদা সাফওয়ান, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিড়িয়ার সাংবাদিকসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর