বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার

গ্রেফতার এড়াতে সংবাদ সম্মেলন করলেন রায়গঞ্জের যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪



ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, সেচ্ছাসেবক লীগ সভাপতি ইলিয়াস হোসাইন ও আল-আমিন সরকার গ্রেফতার এড়াতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনকে সাথে নিয়ে রায়গঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রায়গঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল দাবী করেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের আগের দিবাগত রাতে একটি প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষের সমর্থক সজীব আহম্মেদ মনিরসহ তাদের লোকজন রায়গঞ্জের অভি হাইওয়ে ভিলা রেষ্টুরেন্টে খেতে আসে। সেখানে সজীব আহম্মেদ মনিরসহ তাদের সঙ্গীদের আচরণ সন্দেহজনক হলে আমরা তার প্রতিবাদ জানাই। এতে তাদের সাথে বাক-বিতন্ডা হয়। পরদিন নির্বাচনে তাদের প্রার্থী হেরে যায়। আমাদের প্রার্থী জয়ী হন। সেই আক্রোশে আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ঘটনার ৫দিন পর আমাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ রায়গঞ্জ থানায় করা হয়। সেই অভিযোগকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি তার বক্তব্যে মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সন্দেহজনক লোকজনকে রাতে এলাকার দেখা এবং প্রতিবাদ করার পর প্রশাসন কে অবগত করা হয়েছিল কিনা এ বিষয়ে রায়গঞ্জ থানা যুবলীগের সভাপতি জিঝ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রশাসনকে এবিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

এর আগে ছিনতাইয়ের ঘটনার ভুক্তভোগী বগুড়া জেলার সদর থানার ফুলদিঘী গ্রামের আব্দুল মোমিনের ছেলে সজীব আহমেদ মনির (২৫) সিরাজগঞ্জ পুলিশ সুপার ও রায়গঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে সজীব আহমেদ মনির উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ ৪ জন প্রাইভেটকারযোগে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে ‘অভি হাইওয়ে ভিলা’ নামে এক রেস্তোরাঁয় খাবার বিরতি দেন তারা। খাওয়া শেষে ওঠার সময় মাইকেল, ইলিয়াস ও আলামিনসহ আরও ৬ জন প্রাইভেটকার ও মোটর সাইকেলযোগে এসে তাদের পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে দেশীয় অস্ত্র ধরে তাদের কাছে থাকা ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সজীব আহমেদ মনির বলেন, আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। রেস্তোরাঁর খাওয়া শেষ করে গাড়িতে ওঠার সময়ই হঠাৎ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের আটক করে কয়েকজন। আমাদের দুজনকে মারধরও করেন তারা। পরে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিযোগ দিতে দেরি হয়।

ঘটনার দিন বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অবগত করা হয়নি।

রায়গঞ্জ থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, আমরা যে লিখিত অভিযোগ পেয়েছি সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর