বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে : আলোচনা সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

গণআজাদী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে উদার গণতন্ত্র বহাল রাখা সম্ভব নয়।

শুক্রবার বিকেলে গণআজাদী লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দলে গুণগত সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধক সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এক লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক দলের ভেতরেই যদি গণতন্ত্রের চর্চা না থাকে দেশে উদার গণতন্ত্র বহাল রাখা সম্ভব নয়। রাজনৈতিক দলে যতদিন মনোনয়ন বাণিজ্য,কমিটি বাণিজ্য বজায় থাকবে ততদিনে এদেশে প্রকৃত গণতন্ত্র ও অবাধসুষ্ঠু নির্বাচন হবে না।

গণআজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেনের সঞ্চালনায় আলোচনায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভাসানী অনুসারি পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাস্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সাবেক রাস্ট্রদূত ও নজরুল গবেষক মসয়ুদ মান্নান, বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক ভারপ্রাপ্ত সচিব, লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়া, কাঙ্খিত বাংলাদেশ এর সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ তরিকত ফ্রন্ট এর আহবায়ক মুফতি সৈয়্যদ মেহেদী হাসান বুলবুল, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, গণআজাদী লীগের কার্যকরী সভাপতি মো. রাশেদুল আলম তর্কবাগীশ , প্রেসিডিয়াম সদস্য রেহেনা সালাম, এ্যাডঃ লতিফুর রহমান, যুগ্ম মহাসচিব আবদুল হাই সবুজ, মাওলানা আলতাফ চৌধুরী, লায়ন জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ অংশ নেন।
বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দলের মধ্যে গণতন্ত্র চর্চা না থাকলে রাজতন্ত্র বা জমিদারী প্রথার সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা সংশোধন করেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, রাজনৈতিক দলের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকা এবং সংবিধান সংশোধন করতে হবে। সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। ন্যায় বিচারের স্বার্থে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, রাষ্ট্র মেরামত ও সংস্কার করতে হলে সবার আগে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মেধা, যোগ্যতা ও দেশপ্রেম হবে রাজনীতিবিদদের মাপকাঠি। রাজনীতিতে কালো টাকার মালিক, গড়ফাদার, সন্ত্রাসী ও পেশাদার ব্যবসায়ীদের আধিক্য বন্ধ করতে হবে।
গণ আজাদী লীগের মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন বলেন,এখনো প্রশাসনের রন্দ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচাারের দোসররা সক্রিয় রয়েছে, সিন্ডিকেট নিত্যভোগ্যপণ্য দাম বাড়িয়ে সাধারণ জনগণকে বিপ্লবী সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে বিপ্লবী সরকারকে উৎখাত এর ষড়যন্ত্র করছে।
রাস্ট্র চিন্তক ও গবেষক মোঃ আসাদুজ্জামান বলেন, যদি বিপ্লবী সরকার ব্যর্থ হয় বাংলাদেশকে কঠিন মূল্য দিতে হবে,তাই যেকোনো মূল্যে সংস্কার ও রাষ্ট্র মেরামত কে সফল করে সুশাসন, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ নিশ্চিত করতে বিপ্লবী সরকারকে দেশপ্রেমিক রাজনৈতিক দল সমুহকে সম্মিলিতভাবে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব ও রাস্ট্র চিন্তক মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, সবুজ আন্দোলন এর সভাপতি বাপ্পী সরদার,
গণ আজাদী লীগের কেন্রীয় কমিটির পক্ষ হতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণ-আজদী লীগের কার্যকরী সভাপতি এস এম রাশেদুল আলম তর্কবাগীশ বীরমুক্তিযোদ্ধা এম আর খান আদনান, মুহাম্মদ নাঈম হাসান, আলহাজ্ব মোঃ হারুনর রশিদ, মিসেস রুবিনা খান, যুগ্ম মহাসচিব সৈয়দ রাশীদ আদীব তর্কবাগীশ
দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব মোঃ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলী জিন্নাহ, অফিস সম্পাদক মোঃ রাব্বী হাসান, প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ও রাস্ট্র চিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু, কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম, বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, এফডিপির আহবায়ক ডক্টর এ আর খান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান মোঃ শাহ আলম তাহের, মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় গনতান্ত্রিক লীগের চেয়ারম্যান এম এ জলীল, বিকল্প ভাবনার আহবায়ক কবি মনিরুল ইসলাম , কবি ও বাচিক শিল্পী সুলতানা রাজিয়া, সংগীত শিল্পী দিলরুবা নাসরিন নাট্যকার রাস্না হিমেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর