বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

রাউজানের হলদিয়ায় প্রকাশ্যে দিবালোকে এলজিইডির আওতাভূক্ত গুরুত্বপূর্ণ সড়ক কেটে ফেলার ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

এম,দিদারুল আলম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব সংবাদদাতা, রাউজান
রাউজানের হলদিয়ায় প্রকাশ্যে দিবালোকে এলজিইডির আওতাভূক্ত গুরুত্বপূর্ণ হযরত রুস্তুম শাহ (র.) সড়ক কেটে ফেলার ঘটনায় জড়িত মো. জাফর, মো. রফিক, মো. শাকিল ও সুমনের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল ১৭ নভেম্বর রবিবার দুপুর ১টার দিকে হলদিয়া ৫নম্বর ওয়ার্ডের সর্বস্তুরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ ছাড়াও মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে অবিলম্বে সড়ক কেটের ফেলার প্রতিবাদ করেন।
মানবন্ধনকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা নুরুল আবছার রেজভী, এস.এম কুতুব উদ্দিন, মো. ইউনুস, আবুল কালাম, ইউচুপ কন্ট্রাক্টর, মাওলানা জিলহজ উদ্দিন আত্তারী, সাবেক মেম্বার আহমদ ছফা, মো. সরোয়ার, মো. তৌহিদ, মো. দিদার, মো. নেজাম, মো. মুন্সি মিয়া, মো. দিদার, গিয়াস উদ্দিন, মো. সোহেল, এমদাদুল হক।
এতে বক্তারা বলেন ‘সরকারিভাবে বিটুমিনের সলিংয়ের জন্য ৮১ লাখ টাকা বরাদ্ধ হওয়া হযরত রুস্তুম শাহ (র.) সড়কটি ১২ নভেম্বর মঙ্গলবার সকালে ভারাটিয়া ৩০-৪০জন লোক দিয়ে আরফ ফকিরের বাড়ি অংশের ৪০ ফুট কেটে মাটি জমিতে ফেলা হয়। এলাকার মো. জাফর, মো. রফিক, মো. শাকিল, সুমন ভারাটিয়া লোকজন ও বিভিন্ন এলাকার কিছু দুর্বৃত্ত এনে এ জগণ্য কাজটি করেন। পরে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদুয়ানুল ইসলাম খবর পেয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম এবং থানা পুলিশ পোর্স নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমান অভিযান চালিয়ে কেটে ফেলা মাটি উঠিয়ে সড়কে পুণরায় তোলার নিদের্শনা দেন।’
স্থানীয় প্রতিবাদকারীরা বলেন ‘সড়ক কেটে ফেলার ঘটনার পর যারা প্রতিবাদ করেছে, তাদেরও নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। সড়কের উন্নয়নকাজে বাঁধা দেয়া হচ্ছে। এলাকার সচেতন নাগরিকদের ব্যাপারে কুৎসা রটানো হচ্ছে। স্থানীয় দানশীল ও সমাজসেবক মো. মুছার নামের নানা অপবাদ দেয়া হচ্ছে। আমরা এই ঘটনায় দায়ীদের বিচার চাই।’ স্থানীয়রা বলেন ‘রুস্তম শাহ সড়কটি রুস্তম শাহ নূরানী একাডেমী পর্যন্ত বিস্তৃত ও এলাকাবাসীর জন্য অতি গুরুত্বপূর্ণ। গত কয়েকমাস আগে সড়কটি প্রশস্ত ও বিটুমিনের কার্পেটিংয়ের জন্য ৮১ লাখ টাকা টেন্ডার হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়ত করে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন ‘রাস্তার কর্তন করা মাটি আমি আবার ওই জায়গায় উঠিয়ে নেয়ার নির্দেশ দিই। এগুলো তোলাও হয়েছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর