বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

গাজীপুরে উত্তাল শ্রমিক আন্দোলন, বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবী

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

গাজীপুর নগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হয়ে যাওয়া ১৬টি কারখানা পুনরায় চালুর দাবিতে গণসমাবেশের আয়োজন করেছেন কর্মহীন শ্রমিকরা। মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুর ২টায় কাশিমপুরের শ্রীপুর সান সিটি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, গত সপ্তাহে একই দাবীতে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। তাদের দাবি আদায়ের লক্ষ্যে টিম লিডারদের নেতৃত্বে একাধিক শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। মোহাম্মদ মামুনুর রশিদ ফিনিসিং কোয়লিটি ইনচার্জ গণমাধ্যমকে জানান, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন (লাগাতার) কর্মসূচি অব্যাহত থাকবে।

গণসমাবেশের আগে শ্রমিকরা লিফলেট বিতরণ করে এই কর্মসূচি প্রচার করেছেন। লিফলেটে বলা হয়েছে, “সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে একত্রিত হোন। আমাদের প্রতিষ্ঠানের ৪২ হাজার পরিবারের ভবিষ্যৎ রক্ষায় আমরা একযোগে কাজ করব।”

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ না থাকায় এবং প্রতিষ্ঠানটির ঋণখেলাপি হওয়ায় কার্যক্রম চালানো সম্ভব নয়।

প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। শ্রমিকদের মতে, বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে প্রায় ৪২ হাজার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এ অবস্থায়, তাদের একমাত্র দাবি কারখানাগুলো পুনরায় চালু করা।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব সত্যতা নিশ্চিত করে বলেন শ্রমিকদের সামলাতে হিমশিমে রয়েছেন পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর