মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

লাকসামে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কথা বলে, যুগান্তর মানুষের মাঝে দেশপ্রেমের প্রেরণা জোগায়। পত্রিকাটি সৃষ্টিলগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করছে।

১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে লাকসাম পৌর অডিটোরিয়ামে তৃতীয় তলায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা এসব কত বলে।

শুভেচ্ছা বক্তব্যে তারা আরও বলেন,যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক।দৈনিক যুগান্তরের মতো একটি নিরপেক্ষ পত্রিকা প্রকাশ করে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন।যুগান্তর অত্যন্ত দায়িত্বশীল লেখনীর মাধ্যমে দেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।একটা পত্রিকা টানা ২৫ বছর সাফল্য ধরে রাখা সহজ বিষয় নয়। যুগান্তর নিরপেক্ষতা বজায় রাখার কারণে তা সম্ভব হয়েছে।

সামনের দিনগুলোতে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় যুগান্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এবারের রজতজয়ন্তী উৎসবে সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করছি। নতুন সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের হাত ধরে যুগান্তর আরও সমৃদ্ধ গণমাধ্যমে রূপান্তর হবে।

লাকসাম-মনোহরগঞ্জ ও পৌরসভার বিশিষ্টজনরা যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানাতে লাকসাম পৌর অডিটোরিয়ামে ছুটে আসেন। বিএনপি-জামায়াত ছাত্রদল যুবদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া মাদকবিরোধী সংগঠন, আইনজীবী, চিকিৎসক, কবি ও সাহিত্যিক সহ নানা পেশার লোকজন পৌর অডিটোরিয়ামে এসে যুগান্তরের রজতজয়ন্তীতে অংশগ্রহণ করেন।

পরে কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়। সবশেষ যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধির এম.এ মান্নানের সভাপতিত্বে ও লাকসাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় রজতজয়ন্তী উৎসবের উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন সহ সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম,বাংলাদেশ জামায়েত ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড.একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়িক ও রাজনীতিবিদ গোলাম ফারুক, লাকসামে গুম হওয়ার বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের সন্তান শাহরিয়ার কবির রাতুল, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কদ্দুস, বর্তমানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন মশু, আবদুর রহিম, খোরশেদ আলম, হারুন রশীদ, টি আর হারুন,লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজেের ব্যবস্থা পরিচালক- সাংবাদিক রবিউল হোসাইন সবুজসহ লাকসাম-মনোহরগঞ্জ দুই উপজেলার কর্মরত সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর