বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার

চৌহালীর খাষকাউলিয়ায় উন্মুক্ত বাজেট: স্বচ্ছতা ও অংশগ্রহণের নতুন ধারা

সাত্তার আব্বাসী, চৌহালী প্রতিনিধি : / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সাত্তার আব্বাসী, চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা-তীরবর্তী খাষকাউলিয়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের সরব উপস্থিতি এবং মতামতের প্রতিফলনে এই আয়োজন গ্রামীণ প্রশাসনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনের এক নতুন ধারা সূচিত করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

 

রবিবার (২৫ মে) দুপুর ১২টায় অস্থায়ী ৫নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত এই বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ হাফিজুর রহমান।

 

ঘোষিত বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৫০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১০০ টাকা। ফলে বছর শেষে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ২২ হাজার ৪০০ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবামূলক খাতে গুরুত্বারোপ করা হয়েছে।

 

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ—সেলিম রেজা, আমিনুল ইসলাম সুরুজ, শাহিন সিকদার, আব্দুল আলীম, রবিউল ইসলাম ও লিপি সরকার। এছাড়াও সংরক্ষিত নারী আসনের সদস্য নুরজাহান ও তাছলিমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, এমন উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পর্যায়ে জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার এক ইতিবাচক উদাহরণ। এতে শুধু প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আসে না, বরং জনগণের মধ্যে অধিকারবোধ ও সচেতনতা গড়ে ওঠে।

 

স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

সাত্তার আব্বাসী
২৫ মে ২০২৫ইং।
০১৭১১-৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর