বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

বগুড়ায় এম-ট্যাব যেন আওয়ামী লীগের পূর্ণবাসন কেন্দ্র

রিপোর্টারের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ- মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এম-ট্যাব এটি একটি বিএনপি’র স্বাস্থ্য বিভাগের সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠন।

বিএনপির জাতীয় সকল প্রোগ্রামে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এর সঙ্গে সহযোগী হিসেবে এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির পাশা পাশি জেলা পর্যায়ে আঞ্চলিক কমিটি নেতৃবৃন্দরা নানাবিধ সাংগঠনিক প্রোগ্রাম কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় বিএনপি’র সঙ্গে এবং জেলা পর্যায়ে জেলা বিএনপি’র কমিটির সঙ্গে জেলা ভিত্তিক কার্যক্রম অনেকদিন ধরে চালিয়ে আসতেছে।

তারি ধারাবাহিকতায় আজ ২৮শে মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক যোগদান উপলক্ষে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটি সংগঠনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির সভাপতি মাহবুব সাহেবের নেতৃত্বে।

সেই ছবিতে দেখা যাচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চলমান বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের পোস্টধারী কিছু নেতৃবৃন্দদেরকে।

কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য ৫ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পলায়ন করার পরে এম-ট্যাব এর কিছু নেতৃবৃন্দ বগুড়ার মতো জায়গাতে আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অথচ যেখানে সারা বাংলাদেশের মানুষ মনে করে বগুড়া হচ্ছে বিএনপির আঁতুড় ঘর। আর সেখানেই চলছে আওয়ামী লীগের পূর্ণবাসন কেন্দ্র।

৫ই আগস্টের পর বগুড়াই এম-ট্যাবের বেশ কিছু কার্যক্রমে বগুড়া এম-ট্যাবের কমিটির সভাপতি মাহবুব, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী, এবং সহ-সভাপতি শিবলু ফরহাদ বোরহান বিভিন্নভাবে বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের পোস্টধারী লোকজনকে নিয়ে একপ্রকার প্রকাশ্যেই বগুড়া এবং কেন্দ্রীয় কমিটি কতৃক আয়োজিত প্রোগ্রাম চালিয়ে আসতেছে। আর এর ফলে সাধারণ টেকনোলজিস্টদের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে এম-ট্যাব সংগঠনের বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস তন্ময়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,
৫ই আগস্ট এর পরে সভাপতি মাহবুব ভাই বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করেন এই খবর শোনার পরে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন তিনি তিনার মত করে সাংগঠনিক কার্যক্রম করবেন আর আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি যেন আমার মত কাজ করি। ওনার এই কথা শোনার পর থেকে আমি সাংগঠনিকভাবে উনার সাথে আমার আর কোন কাজের একমত পোষণ হয়নি। তার কারণ উনি আওয়ামী লীগের লোকজন নিয়ে কার্যক্রম করতেন। আওয়ামী লীগের পূর্ণবাসনের প্রশ্নের ক্ষেত্রে তিনি তখন উত্তর দেন আমি এরকম খবর শুনেছি এবং বেশ কিছু ছবিও দেখেছি ঘটনা দুঃখজনক হলেও সত্য।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,
ঘটনা বগুড়ার বাসীর জন্য অত্যন্ত দুঃখজনক হলেও পুরোটাই সত্য। এদের পিছনে কোন এমন অপশক্তি রয়েছে যেটার প্রভাব খাটিয়ে বগুড়াতে মাহবুব, ইয়াকুব এবং শিবলু ফরহাদ বোরহান এরকম অপকর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটা আমরা নিজেরাও জানিনা। এ বিষয়ে আমরা কেন্দ্রীয় কমিটি কে বেশ কয়েকবার তথ্য প্রমাণ সহ অবগত করেছি, কিন্তু কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা এই বিষয়ে কোনো পদক্ষেপ বা ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি।

পরবর্তীতে আমাদের সাংবাদিকদের অনুসন্ধান টিম এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সভাপতি মাহবুব, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব এবং সহ-সভাপতি বোরহানের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে সরকারি অফিসে চাকরি করা কালীন সময় অনেক অনিয়ম দুর্নীতি তথ্য প্রমাণ মিলেছে। যেগুলো পরবর্তীতে আমরা জনগণের সামনে ধারাবাহিক পর্বের নিউজ আকারে নিয়ে আসবো।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর