বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

জমকালো আয়োজনে গ্রেটার ম‍্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন মেজবানী অনু‌ষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক।

জমকালো আয়োজনের ম‌ধ্যে দি‌য়ে ১৩ই জুলাই ২০২৫, র‌বিবার গ্রেটার ম‍্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (জিএম‌সিএ) চট্টগ্রামের ঐতিহ্যেবাহী মেজবানী সম্পন্ন হয়েছে।
ম‍্যানচেস্টারের এই মেজবানে প্রবাসী বাংলাদেশীর উপস্থিতে একটি মিনি বাংলাদেশে পরিনত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন, হুমায়ন কবির। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন। যৌথ পরিচালনায় ছি‌লেন সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী এবং মাফিজুর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জুলফিকার আলী হায়দার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মেয়র অফ টেমসাইড কাউন্সিলর শিবলী আলম, চেস্টারের লর্ড মেয়র কাউন্সিলর শেরীন আখতার, মুরস, মোহাম্মদ জোবায়েদ হোসেন, মুজাহিদ খান, ডেপুটি লিডার লুৎফুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে ট্রাস্টি ব‍্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম সমিতি ইউকের সেক্রেটারি মৌসুমী আফরিন, চট্টগ্রাম সমিতি ইউকের সাবেক চেয়ারম‍্যান ইন্জিনিয়ার মোঃ আলমগীর, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি শওকত মোহাম্মদ টিপু, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি মোঃ আলী রেজা, ট্রাস্টি মনির মাহমুদ, লিভারপুল চট্টগ্রাম সমিতি ইউকে সভাপতি মোঃ ওসমানসহ, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে , চট্টগ্রাম সমিতি ইউকে, কক্সবাজার সমিতি ইউকে, সিতাকুন্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে, লিবারপুল চট্টগ্রাম সমিতি ইউকে’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেজবান পরিবেশনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, এটিএম হুমায়ুন কবির, মহিদুল মাওলা, নাজমুল চৌধুরী টিটু, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর ইসহাক, মনিরুজ্জামান পাপ্পু, মোহাম্মদ খান টিটু, দীপু সরওয়ারউদ্দিন, মহি উদ্দিন, আবু জাহেদ, জয়নাল নিপু, জাহাঙ্গীর চৌধুরী, শাহেদ মালেক, মোস্তাক আহমেদ, মোকাম্মেল আলাম, আমান উল্লাহ জাকির, শামস ইলিয়াস, শাজাহান, মোর্শেদ সিদ্দিক, আবু জায়েদ, তৌহিদুল ইসলাম, শাইফুল ইসলাম,মনির হোসেন, মোহাম্মদ মোর্শেদ ,জামাল আহমেদ, মোহাম্মদ উদ্দিন সুমন ।
এই বিশাল মেজবানী রান্নার দায়িত্ব পালন করেন চট্টগ্রামের আব্দুল্লাহ নূর ,মোহাম্মদ ফয়েজ এবং তাদের টিম। উল্লেখ্য, দ‍্যা গ্র্যান্ড ভেন্যু ওল্ডহামে অনুষ্ঠিত এবারের মেজবানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে প্রায় ৩-৪ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ কররন।

যুক্তরাজ্যের মাটিতে ঐতিহাসিক এই মেজবানি একটি আঞ্চলিক উৎসব যেখানে অতিথিদের সাদা ভাত এবং গরুর মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মেজবানে সাধারণত গরুর মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে, রান্না করা গরুর মাংস, চনার ডাল, গরুর নলা তৈরি করা হয়ে থাকে।

দেশীয় ঐতিহ্য দ‍্যা গ্র্যান্ড ভেন্যু ওল্ডহাম ধারাবাহিক ভাবে সাত বারের আয়োজন ছিলো, এইবারের আয়োজন। লন্ডন থেকে বিশাল গাড়ি বহরে করে প্রায় ৫৪ জনের (জিএম‌সিএ) এর একটা টিম এই মেজবানে অংশগ্রহন করে। এদিকে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর