মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেয়া হবে, আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ

স্টাফ রিপোর্টার: / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে শুরু হলো টিআরসি নিয়োগ কার্যক্রম সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর কার্যক্রম আজ রবিবার (১০ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে শুরু হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময় সকাল ৮টায় নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে মোট ১,০৫১ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ৯২৬ জন এবং নারী ১২৫ জন।

প্রার্থীদের শারীরিক মাপজোক ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৬৭২ জন উত্তীর্ণ হন, এর মধ্যে পুরুষ ৬৩৫ জন এবং নারী ৩৭ জন।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার দক্ষ নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধানে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এআইজি, হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) এ.এন.এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট জেলা) মো. শাহ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারসহ সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য্য ও ডা. রাজেশ সিংহ মিথুন।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের মাঠ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে এবং প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে তিনি সবাইকে অনুরোধ জানান। এই ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার জন্য অযোগ্য বিবেচনা করা হবে বলে তিনি সতর্ক করেন। প্রার্থীদের আগামীকাল সকাল ৮টায় মাঠ পরীক্ষার অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর