বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

গাজীপুরে চৌকস অভিযানে ছয় ডাকাত গ্রেফতার, অস্ত্র-টাকা-মোটরসাইকেল উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকায় এক সফল অভিযানে সংঘবদ্ধ ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, একটি মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাছা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত রোববার ভোর রাত ৩টা ১৫ মিনিট থেকে ৫টার মধ্যে গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ১১–১২ জনের একটি দল অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি ঘড়ি, জামদানী শাড়ি, মোবাইলসহ প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর জিএমপি কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান শুরু হয়। প্রথমে নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় ও রাইনাদী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরও চারজনকে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শামীম (৩৫), মো. মোশরাফ (৪২), জাহিদুল ইসলাম মানিক, মো. মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) এবং শাহদাত হোসেন শীতল (১৯)। তাদের কাছ থেকে একটি লোহার সাবল, দুটি ধারালো দা, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আমিনুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা জিএমপির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর