বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে প্রতারণা ও ভূমি দখলসহ নানা অপরাধের অভিযোগে আলোচিত মাহবুব আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি
প্রতারণা ও জমি দখলের অভিযোগে কারাগারে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সদর মেট্রো থানা ২৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা গ্রামের মৃত মেহের আলীর ছেলে মাহবুব আলম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পতিত সরকারের সময় তিনি এমপি-মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে প্রভাব খাটাতেন এবং ভয়-ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন।

২০১২ সালে গাছা থানাধীন ৩৩ নং ওয়ার্ড উত্তর খাইলকৈর এলাকায় মনির হোসেন ও পারভিন আক্তারের কাছ থেকে জমি বিক্রির নামে একাধিকবার টাকা নেন তিনি। কিন্তু পরবর্তীতে ওই জমি নিজের ভাইদের নামে রেজিস্ট্রি করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে (সি.আর মামলা নং ৩৮৬/২৪, ধারা ৪০৬/৪২০/৫০৬/৩৪ দন্ডবিধি ১৮৬০)। মামলার প্রেক্ষিতে বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা, গুলি চালানো ও মারধরের ঘটনায় তার নামে একাধিক মামলা রয়েছে। পতিত সরকারের ছত্রছায়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন

ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে জানায়, “মাহবুব আলম যদি জামিনে মুক্তি পায়, তবে আবারও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবে। সে শুধু প্রতারণাই করেনি, মানুষের জমি দখল সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপ এর সাথে জড়িত ছিলেন তাই তার বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যেন কোনভাবেই জামিন না দেওয়া হয়। অন্যথায় এর দায়ভার বর্তমান প্রশাসনকেই নিতে হবে।”বলে জানান ভুক্তভোগী এবং তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর