মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনে) সভাপতি রফিক সাধারন সম্পাদক কার্যকরী সভাপতি কামাল

বিশেষ প্রতিনিধিঃ / ২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।

নির্বাচনে ১৫২ জন ভোটারের মধ্যে ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে সাংবাদিকরা ভোট প্রদান করেন। নির্বাচনে ১১টি পদের জন্য ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আরো ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতি হন।

গাজীপুর জেলা ঐক্য পরিষদের কার্যালয়ে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি পদে আবুল কাশেম (যুগান্তর) কার্যকরি সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা)সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম আমার দেশ ও চ্যানেল এস, সহ-সভাপতি নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার),
সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা), আইন সম্পাদক মো. মানিক মিয়া ( আজকের জনবাণী), এছাড়া কার্য্যনির্বাহী সদস্য-১ বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ), কার্য নির্বাহী সদস্য-২ আব্দুল হামিদ (দৈনিক মুক্ত খবর ও কার্য্য নির্বাহী সদস্য-৩ মুক্তাদীর হোসেন (প্রথম সূর্যদয়)।

সাংবাদিকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, আহ্বায়ক সদস্য সচিব খসরু মৃধা, বাসন থানার সাব ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া, পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোসা খান রানা, আহ্বায়ক সদস্য কামাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

সভাপতি মুহাম্মদ আবুল কাশেম ১০৫ ভোট পেয়ে বিজয়ী হোন, প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মানিক ৩৮ টি ভোট পেয়ে হেরে যান। কার্যাকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল ৮০ ভোট পেয়ে বিজয়ী হোন, প্রতিদ্বন্দ্বীতে ছিলেন মোঃ শাকিল আহমেদ ৬৪ ভোট। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) ৮৩ ভোট পেয়ে বিজয়ী হোন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সানাউল্লা নূরী ৫৮ ভোট পেয়ে হেরে যান।

সহ-সভাপতি নাজিম উদ্দিন ৭৬ ভোট পেয়ে ১ম ও ইব্রাহিম খন্দকার ৭৫ ভোট পেয়ে ২য় এবং আওলাদ হোসেন ৬১ ভোট পেয়ে তৃতীয় সহ সভাপতি হোন। সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান ৭৯ ভোট পেয়ে ১ম, লোকমান হোসেন পনির ৬৬ ভোট পেয়ে ২য় ও মৃনাল কান্তি চৌধুরী ৫৫ ভোট পেয়ে তৃতীয় সহ-সাধারন সম্পাদক হোন। আইন সম্পাদক মো. মানিক মিয়া ৯৫ ভোট পেয়ে বিজয়ী হোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা ৩৭ ভোট পেয়ে হেরে যান।
এছাড়া নির্বাহী সদস্য-১ বেলায়েত হোসেন শামীম ৯৪ ভোট পেয়ে কার্য্য নির্বাহী সদস্য ১নং পদে বিজয়ী হোন, কার্য্য নির্বাহী সদস্য-২ আব্দুল হামিদ ৭৫ ভোট পেয়ে ২য় স্থান ও কার্য্য নির্বাহী সদস্য-৩ মুক্তাদীর হোসেন ৭২ ভোট পেয়ে ৩য় স্থানে বিজয়ী হোন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম ৮৮ ভোট, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন ৯৭ ভোট, অর্থ সম্পাদক রাশেদউল হোসেন কমল ১০৫, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল ৭৯, ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া ১০০, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল ৮৫, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার ৮২ এবং নির্বাহী সদস্য হিসাবে খায়রুন নাহার ৬৫ ও আল আমিন ৬৯, আলমগীর হোসেন ৪৫ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর