ভোলা দক্ষিণ আইচা থেকে চুরি হয়ে যাওয়া সাতটি মহিষ বরগুনা জেলার আমতলী থানার পশ্চিম চিলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। দুজন আটক হলেও মুল চোর গলাচিপার হাফিজুল রাজনৈতিক ব্যানারে থাকায় আসামি হয়নি তবে একজন মিথ্যে মামলার শিকার হয়েছেন এমনটাই অভিযোগ মহিষ মালিক ও এলাকাবাসীর।
মুল চোর হাফিজুর রহমান কাছ থেকে ৭টি মহিষ ক্রয় করে কামাল হাওলাদার যার মূল্য ৪লাখ ৭৪ হাজার টাকা।
উদ্ধারকৃত মহিষের মালিক বলেন আমাদের চোরা মহিষগুলো খুঁজে পাওয়ার জন্য আলম মুন্সী সার্বিক সহযোগিতা করেছেন এবং আলম মুন্সির কারণে আমাদের মহিষগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। উনি কিভাবে এ মামলা আসামি হল তা আমার জানা নেই।
আলম মুন্সি মহিষ মালিকদের নানান ভাবে সাহায্য সহযোগিতা করার পরেও চুরি মামলায় আসামি হয়েছেন আলম মুন্সি । মিথ্যে মামলা ও হয়রানি থেকে পরিত্রাণ পায় এমনটাই দাবি এলাকাবাসী ও আলম মুন্সির পরিবারের।