চট্টগ্রামের পাহাড়তলী, মাস্টার লেইন এ ফুলের হাসি স্কুল এর শিক্ষার বিনিময়ে খাদ্য(শি.বি.খা) শুভ উদ্ভোদন।
“যার নেই শিক্ষা, তার নেই রক্ষা।
সৎপথে চলবো, সুন্দর জীবন গড়বো” এই স্লোগানে শুরু হলো ফুলের হাসি স্কুল শিক্ষার বিনিময়ে খাদ্য(শি.বি.খা) স্কুল। ফুলের হাসি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক তসলিম হাসান হৃদয় সভাপতিত্বে ও প্রাইভেট এডুকেশন সোসাইটি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, ক্যাপ্টেন মহসিন আলম, এডভোকেট বরকত উল্লাহ খান, ফুলের হাসি উপদেষ্টা মো: হাসানুজ্জামান, ফুলের হাসি উপদেশ প্রনয় দাশ গুপ্ত, প্রফেসর জিতেন্দ্রলাল বড়ুয়া, লেখল্লক নেছার আহমেদ খান, দীপিকা বড়ুয়া,
অপারেজয় বাংলাদেশ ইনচার্জ জিনাত আরা বেগম, ফুলের হাসি ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল মুন, তাহেরা শারমিন, কবি আলমগীর হোসেন, সাবরিনা আফরোজা, মো: কামাল, ইকবাল জমিদার, সাইদুর রহমান মিন্টু, মঞ্জুর আহমেদ, এ. কিউ. এম মোসলে উদ্দিন, সাংবাদিক আসিফ ইকবাল, মিম, ফারজানা, সোহানী, আফসানা সহ ফুলের হাসি ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে, ফুলের হাসি ফাউন্ডেশনের এই ব্যাতিক্রম উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ বাংলাদেশে ছড়িয়ে পরলে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে সাহায্য করবে। তিনি আরো বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই, সুবিধা বঞ্চিত শিশু ও বয়স্কদের স্কুল শিক্ষাক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে ফুলের হাসি স্কুল। উদ্ভোদক জাহেদুল করিম কচি বলেন, চট্টগ্রাম এই প্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য স্কুল হয়েছে। ফুলের হাসি ফাউন্ডেশন সবাইকে ধন্যবাদ দিয়ে পাশে থাকা ও সার্বিক সহযোগিতার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা চট্টগ্রাম সহ বাংলাদেশ বিভিন্ন জেলায় আমাদের ফুলের হাসি স্কুল শিক্ষার বিনিময়ে খাদ্য (শি.বি.খা) এর স্কুলের কার্যক্রম শুরু করবো। আমরা চাই প্রতেকটা মানুষের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি। ফুলের হাসি স্কুল সুবিধা বঞ্চিত শিশু ও বয়স্কদের স্কুল। মমতা ক্লিনিকের সদস্যদের মাধ্যমে পাশাপাশি ফ্রী ব্লাড ক্যাম্পিং ও ৩০০ অসহায় সুবিধা বঞ্চিত শিশু, বয়স্কদের খাবারের আয়োজন করেন।