শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করতে স্বেচ্ছাসেবী আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠন’ হাতে নিয়েছে ব্যতিক্রমী ও প্রশংসনীয় একটি উদ্যোগ।
যারা এই সংগঠনের সৌজন্যে রক্তদান করবেন, তাদেরকে একটি টি-শার্ট এবং একটি গাছের চারা প্রদান করা হবে।
এই উদ্যোগের লক্ষ্য হলো মানবিক দায়িত্ব পালনে যুব সমাজকে এগিয়ে আনা, রক্তদাতাদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়া, পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা।
ময়মনসিংহ বৃহত্তর বিভাগের মধ্যে এটি একটি ব্যতিক্রম এবং নজিরবিহীন পদক্ষেপ, যা রক্তদাতা তৈরিতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বেচ্ছায় রক্তদানের এই মানবিক অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে আপনি যেমন একটি প্রাণ বাঁচাতে পারেন, তেমনি স্মারক হিসেবে টি-শার্ট এবং সবুজের অঙ্গীকার হিসেবে একটি গাছ রোপণের সুযোগ পাবেন।
মানবতার সেবায় এগিয়ে আসুন রক্ত দিন, প্রাণ বাঁচান, আর একসাথে তৈরি করি সবুজ পৃথিবী।
আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) সংগঠনের
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, হারুনুর রশিদ বলেন ২০২০ সাল হতে ঝিনাইগাতীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন আসঝি সংগঠন ভবিষ্যতেও এর মানবিক কর্মকাণ্ড চলমান থাকবে।
আসঝি’র সক্রিয় সদস্য ও আসঝি ব্লাডলিংক পরিবারের সাঃ সম্পাদক ও সর্বোচ্চ রক্তযোগানদাতা সজিব আহমেদ বলেন ২৪ ঘন্টায় নিঃস্বার্থ ভাবে মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) স্বেচ্ছাসেবী সংগঠন।
আসঝি সংগঠন এর ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক আশিক আহমেদ এবং আসঝি ব্লাডলিংক পরিবার এর সভাপতি মাহাদী হাসান মোস্তাক বলেন অসহায়ের মানুষের পাশে সর্বদায় আসঝি সংগঠন ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আসঝি’র সৌজন্যে শেরপুর জেলা তথা ঝিনাইগাতী উপজেলায় ৪৩০ টি রক্তযোগান দেওয়া হয়েছে এবং তা চলমান রয়েছে ।