বার্তা প্রেয়ক এম,বাচ্ছু চট্টগ্রাম
মাইজভান্ডার শরীফ আমিন মঞ্জিলে আওলাদে রাসুল (দঃ), হযরত দপ্তরে মাইজভাণ্ডারী (কঃ) এর ১২০তম ওরশ শরীফ উপলক্ষে (১৪ নভেম্বর) শুক্রবার নগরীর পশ্চিম মাদারবাড়ি নজু ভান্ডার দরবার শরীফে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আওলাদে রাসুল (দঃ) শাহসুফি সৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারী (মাঃ) এর পক্ষ থেকে প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃ)। দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটি চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় এতে অংশ নেন অসংখ্য আশেক ভক্তগণ। আবু বকর বাপ্পি চৌধুরীর সভাপতিত্বে, শরীফুল আলম রবিন ও সাজেদুল ইসলাম জিদনীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জলিল ভান্ডার ও নজু ভান্ডারের আওলাদগন সহ অন্যান্য অতিথিবৃন্দ৷ বক্তব্য রাখেন মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, নাসির ফকির মাইজভাণ্ডারী, শাহজাদা ইরফান নজুভান্ডারী, সুমন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন ১০ ডিসেম্বর মাইজভাণ্ডার ওরশ শরীফের নানা কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।