কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী নগরে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ভাসানী নগরে পবিত্র কোরআন খতম, তাঁর রাজনৈতিক সংগ্রাম, অসাম্প্রদায়িক চেতনা, কৃষক-শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশ-জাতির প্রতি তাঁর অবদানের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা ভাসানীর নাতি মনিরুজ্জামান খান মনির ভাসানী সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ভাসানী অনুসারী ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান হাফিজ, আন্ধারীঝাড় শেখ কালু মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজ্জাকুল আলম লেলিন ও রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এসএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মজলুম জননেতা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। কৃষক-শ্রমিকের অধিকার আদায়ে তাঁর আপসহীন সংগ্রাম আজও অনুপ্রেরণা হয়ে আছে। মাওলানা ভাসানীর ইতিহাস, তাঁর দেশপ্রেম, গণমানুষের অধিকার আদায়ে অবদান এবং তাঁর জীবনাদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দূর-দুরান্ত থেকে তাঁর ভক্ত, অনুসারী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয়রা সহ প্রায় তিন হাজার মানুষ মাহফিলে যোগ দেন।
####
নাহিদুল ইসলাম নাহিদ
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৮-১১-২০২৫