বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্ল্যাহ সবুজ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর লাকসামে যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে তিনি গোয়াইনঘাট, সোনাইমুড়ী, বেগমগঞ্জসহ আরও বেশ কয়েকটি উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
নোয়াখালী—লক্ষ্মীপুর সংযোগ এলাকার কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ উল্ল্যাহ সবুজ। তার পিতা মো. মোমিন উল্ল্যাহ একজন আদর্শবান মানুষ এবং মাতা রিজিয়া বেগম একজন সৎ ও আদর্শ গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক তিনি। তার স্ত্রী বিবি কুলছুম একজন ধর্মপরায়ণ ও আদর্শ গৃহিণী।
ছাত্রজীবন থেকেই সদালাপী, সজ্জন ও দায়িত্বশীল হিসেবে পরিচিত পিআইও আহমেদ উল্ল্যাহ সবুজ সম্পর্কে অফিসের সহকর্মীরা জানান— তিনি ন্যায়, সততা ও স্বচ্ছতার নীতিতে অটল থেকে কাজ করে যান।
নির্বাচনে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াকে জীবনের বড় দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন,“বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমার লক্ষ্য।”তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।