সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

চট্টগ্রাম বিভাগের অফিসার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত পিআইও আহমেদ উল্ল্যাহ সবুজ

রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধি: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধি:

বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্ল্যাহ সবুজ।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর লাকসামে যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে তিনি গোয়াইনঘাট, সোনাইমুড়ী, বেগমগঞ্জসহ আরও বেশ কয়েকটি উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

নোয়াখালী—লক্ষ্মীপুর সংযোগ এলাকার কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ উল্ল্যাহ সবুজ। তার পিতা মো. মোমিন উল্ল্যাহ একজন আদর্শবান মানুষ এবং মাতা রিজিয়া বেগম একজন সৎ ও আদর্শ গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক তিনি। তার স্ত্রী বিবি কুলছুম একজন ধর্মপরায়ণ ও আদর্শ গৃহিণী।

ছাত্রজীবন থেকেই সদালাপী, সজ্জন ও দায়িত্বশীল হিসেবে পরিচিত পিআইও আহমেদ উল্ল্যাহ সবুজ সম্পর্কে অফিসের সহকর্মীরা জানান— তিনি ন্যায়, সততা ও স্বচ্ছতার নীতিতে অটল থেকে কাজ করে যান।

নির্বাচনে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াকে জীবনের বড় দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন,“বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমার লক্ষ্য।”তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর