মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

টঙ্গীতে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সাবরিনা জাহান | বিশেষ প্রতিবেদক, গাজীপুর: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাবরিনা জাহান | বিশেষ প্রতিবেদক, গাজীপুর:

টঙ্গী পশ্চিম থানার পুলিশ অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে দ্রুত ও প্রযুক্তিনির্ভর অভিযানে এক যুবককে উদ্ধার করে এবং এক অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার, ২৩ নভেম্বর, বিকেল আনুমানিক ৪টার দিকে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা রাস্তায় থেকে দুর্বৃত্তরা মোঃ রাসেল মিয়া (২৫)–কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

রাসেলের ভগ্নিপতি মোঃ সুন্দর আলী (৪০) থানায় মৌখিকভাবে অভিযোগ করলে টঙ্গী পশ্চিম থানা ও জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ–দক্ষিণ) নির্দেশনায় ওসি মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে দ্রুত তদন্ত শুরু করা হয়। টানা দুই ঘণ্টার অনুসন্ধান ও অভিযানের পর পুলিশ টঙ্গীর মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন থেকে রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই অভিযানে একজনকে গ্রেফতার করা হলেও গ্রেপ্তারকৃতের পরিচয় (সানি) বিষয়টি নিশ্চিত করা না গেলেও পরিচয় সম্পর্কিত তথ্য এখনও পাওয়া যায়নি। অভিযানে ভিকটিমের মোবাইলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকালে ভিকটিমের শারীরিক অবস্থাও ভাল ছিল। পরবর্তীতে সুন্দর আলী আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করলে ঘটনাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয় এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান এখনও চলছে বলে থানা জানিয়েছে। স্থানীয়রা পুলিশি দ্রুত পদক্ষেপ, প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত তৎপরতাকে সফল উদ্যোগ হিসেবে বিশেষ প্রশংসা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর