মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ

রিপোর্টারের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক, সি‌লেট।

চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক রোটারিয়া এস এম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. কামঅল উদ্দিন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী বিদ্যুৎ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উপদেষ্টা ও চট্টগ্রাম জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ সেলিম উদ্দিন, ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা আফরোজা।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজীব চৌধুরী, লায়ন মো. মাহতাব উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন শাকিল, মো. আতাউর রহমান কাওসার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মো. ফোরকান আলী, কাউছার শরীফ নয়ন, শিক্ষা সম্পাদক তানলিমা আকতার প্রিয়া, অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, উপদেষ্টা খুরশিদা খানম, রাবেয়া সুলতানা মুনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিকতায় গড়ে তুলতে সবুজায়নের উপর জোর দিতে হবে। মানুষের ক্রমবিকাশ বসতি গড়ার ফলে চট্টগ্রামের পাহাড় এবং বৃক্ষরাজি হুমকির মুখে। তাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো উদ্যোগী হয়ে নগরের সকল মানুষকে চট্টগ্রামকে রক্ষা করতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিটি প্রকল্প ও কার্যক্রম যেন পরিবেশবান্ধব হয়, আমরা সর্বদা সেই চেষ্টা করি। আমরা চাই উন্নয়নের নামে কখনো যাতে পরিবেশের ক্ষতির কারণ না হই।

সভায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশর ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের স্থানীয় লোকজনের মাঝে ১০০০ টি ঔষধি, ফলজ, শীতকালীন সবজি ও সৌন্দর্যবর্ধনে ফুলের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর