রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ডেইলি স্টার,প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন বাঘায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় শেরপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত। ভুরুঙ্গামারীতে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। বগুড়ার দড়িনন্দগ্রামে নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। তাহিরপুরে ডেটনেটর উদ্ধারে স্বস্তি, নিরাপত্তা বাহিনীর তৎপরতা। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। শেরপুরে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা। অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে নানিয়ারচর সেনা জোনের নগদ অর্থ প্রদান ও মিষ্টি বিতরণ

স্টপেজের দাবিতে ঢাকামুখী ট্রেনের গতিরোধ করে মানববন্ধন

অনলাইন ডেস্ক: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’র গতিরোধ করে ফরিদপুুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ফরিদপুর রেলস্টেশনে স্টপেজ দেয়ার দাবিতে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।

রোববার (৫ মে) ভোর ৫টা ১৫ মিনিটে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ফরিদপুর পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেয় এবং গতিরোধ করে। এসময় তারা ফুল দিয়ে ট্রেনের চালক, পরিচালকসহ অন্যান্যদের শুভেচ্ছা জানান।

বিক্ষোভের মুখে প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে থেমে থাকে। পরে মানববন্ধনকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ওই জায়গা ত্যাগ করে ট্রেনটি।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেল যোগাযোগ চালু করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের সাফল্যের আরেকটি নতুন অধ্যায় দু’টি কমিউটার ট্রেন চালু। তবে, ট্রেনটি ফরিদপুরের উপর দিয়ে গেলেও এখানের রেলস্টেশনে কোন স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা ঢাকার সাথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এসময় এমন সিদ্ধান্ত থেকে সরে এসে অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবি করেন তারা।

এদিকে, বিক্ষুব্ধদের অবস্থানের মুখে চন্দনা কমিউটার ট্রেনের পরিচালক মহিবুল ইসলাম তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ শেষে তিনি যমুনা টিভিকে জানান, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা হয়তো আজই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবেন।

রেলওয়ে সূত্র জানায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর