সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে বেলকুচি প্রেসক্লাব। শনিবার (৬ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, এমপি’র ব্যক্তিগত সহকারী সেলিম সরকার, মন্ডল গ্রুপের জেনারেল ম্যানোজার আমিনুল ইসলাম, যমুনা গ্রুপের রাকিবুর রহমান মুন্না সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।