বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে কয়েক শত বাড়িঘর ভাংচুর : গাছ চাঁপায় নিহত ২

পিরোজপুর প্রতিনিধি : / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

পিরোজপুরে ঘূর্ণিঝড়ে কয়েকশত বাড়িঘর লন্ডভন্ড হওয়া সহ গাছ চাপায় এক নারী ও ঝড়ে উড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (০৭ এপ্রিল) পিরোজপুরে এমন ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামের ব্যবসায়ী মেরাজ হোসেনের স্ত্রী রুবী বেগম (২২) ও একই ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কানাই লাল পালের ছেলে অনিল পাল (৮০)। জানা গেছে, ওই দিন সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে চারিদিকে অন্ধকার হয়ে পড়ে। পরে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় দমকা বাতাস ও ঘূর্ণি ঝড়ের সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিটের এ ঘূর্ণিঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপরে পড়ে কয়েক শত ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় সকল সড়কের যোগাযোগ ব্যবস্থা। এ সময় পৌর এলাকার নিকটবর্তী শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছ চাপা পড়ে রুবী বেগম নামের ওই গৃহবধুর মৃত্যু হয়েছে । এ সময় ওই গৃহবধুর মেহেজাবিন নামের ৬ বছরের একটি কন্যা শিশুও গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে। এ ছাড়া ঘুর্নি ঝড়ের সময় বাড়ি ফিরবার পথে বাতাসে উড়ে গিয়ে একই এলাকার অনিল পাল এর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রমজান আলী জানান, ঘুর্নিঝড়ে আহত রুবি নামের এক গৃহবধু ও তার কন্যাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়। আর তার কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ‍খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমির হোসেন মাঝি জানান, ঝড়ের সময় চারিদিকে অন্ধকার হয়ে আসলে অনিল পাল নিজ বাড়িতে ফেরার পথে তাকে দমকা বাতাসে উড়িয়ে নিয়ে ওই এলাকার নলবুনিয়া খালে ফেলে দেয়। কিছু সময় আগে তার মরদেহ ওই খালে বাসতে পাওয়া গেছে।


এদিকে সকাল থেকে পিরোজপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, ঘুর্নিঝড়ে কয়েক শত কাঁচা ঘর ও আঁধাপাকা ঘর ভেঙ্গে যাওয়া সহ গাছ-পালা ভেঙ্গে গেছে। জেলা বন বিভাগ সূত্র জানান, খনো কোন সঠিক হিসাব পাওয়া যায় নি। তবে কয়েক শত গাছ ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে।


পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি এ সময় ১ জনের নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় করা সম্ভব হয়নি। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, ঝড়ে গাছ চাপায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। অন্যজনকে পানিতে পাওয়া গেছে বলে শুনেছি। তবে তাকে দমকা বাতাসে ওই ওই খালে নিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর