বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার ইফতারের পর সিরাজগঞ্জ শহরের মাছুমপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে থেকে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপনের পক্ষে সংগঠনের নেতাকর্মীরা অসহায়দের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চিনি, লাচ্ছা, আলু পেয়াজ, তেল, লবন, ডালসহ বিভিন্ন সামগ্রী তুলে দেয়া হয়। এসময় সংগঠনের নেতা আব্দুস সামাদ, মিলন সেখ ও স্বপন সেখ অন্যান্য কর্মীরা।
এছাড়াও শহরের বিভিন্ন এলাকার দু:স্থদের বাড়ীতে বাড়ীতে সংগঠনের সদস্যরা ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন।