বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

সিরাজগঞ্জে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অভিযোগ জমা দিলেন সিএইচসিপিরা: স্বাস্থ্য সেবা ব্যাহত

রিপোর্টারের নাম / ২৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ১৫টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সিরাজগঞ্জ সিভিল সার্জন বরাবর অভিযোগ জমা দিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা। ১৫টি কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে শত শত রোগীরা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিকে। স্বাস্থ্য সেবা না পেয়ে অনেক গর্ভবর্তী, শিশু, সাধারণ রোগীরা বাড়িতে ফিরে যেতে দেখা গেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৪ইং তারিখে সরকারি নিবন্ধনকৃত অনলাইন পোর্টাল দি পিপলস্ নিউজ.২৪ কম’তে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জাহিদুল ইসলাম এর নামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম এর নিষ্পাপ সাজাতে সুকৌশলে সিরাজগঞ্জ সিভিল সার্জনের নিকট সিএইচসিপি আশরাফুল আলম এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ১৫জন সিএইচসিপি। জানা যায়, ছোনগাছা ইউনিয়নের জয়নগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহীন রেজা, কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আরিফ উল বেনজামিন শাকিল, নারায়নবাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আলহাজ্ব উদ্দিন, কালিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফরিদুল ইসলাম এর নেতৃত্বে ১৫জন সিএইচসিপি এঅভিযোগ দাখিল করা হয়।
৯ এপ্রিল ২০২৪ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা থাকার কারণে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক উপজেলা কমপ্লেক্সে অবস্থান করছিল। স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান অপরদিকে দুপুর ১২টায় ১৫জন সিএইচসিপি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সিভিল সার্জন অফিসে অভিযোগ দাখিল করতে যান। ১৫টি কমিউনিটি ক্লিনিক এলাকায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে সাধারণ জনগণ। অভিযোগ দাখিল করার সময় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: জাহিদুল ইসলাম সিভিল সার্জন অফিসেই অবস্থান করছিল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলায় চলে আলোচনা সমালোচনা।

সিরাজগঞ্জের সচেতন মহল মনে করেন, সিএইচসিপিদের অভিযোগ থাকতে পারে। তবে অফিস সময়ে কমিউনিটি ক্লিনিকে সেবা বন্ধ রেখে সিভিল সার্জন অফিসে গিয়ে অভিযোগ জমা দিবে এটা মেনে নেওয়া যায় না। ৩টার পরে সিভিল সার্জন অফিসে গিয়ে অভিযোগ জমা দিলে কোন সমস্যা হত না।
সিভিল সার্জন বরাবর অভিযোগ দাখিল করার পর ডা: জাহিদুল ইসলাম ও ১৫জন সিএইচসিপি গোপন মিটিং করেন। গোপন মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিভাবে সিএইচসিপি আশরাফুল আলমকে চাকুরীচ্যুত করা যায়।

১৫জন সিএইচসিপি ছুটি নিয়ে দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসে অবস্থান নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ভাবমূর্তি নষ্ট হয়েছে। ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয় ও সিএইচসিপি আশরাফুল আলম এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ১৫জন সিএইচসিপি ছুটি না নিয়ে সিভিল সার্জন অফিসে গিয়ে অভিযোগ দাখিল করেছে। এতে দোষের কিছুই না। তবে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অভিযোগ দাখিল বিষয়ে তিনি এড়িয়ে যান। তিনি আরও জানান, সদর উপজেলায় ৪৭টি কমিউনিটি ক্লিনিক আছে। কোন ক্লিনিক বন্ধ রাখব বা কোন ক্লিনিক খোলা রাখব, এটা সম্পূর্ণ আমার বিষয়। ৪৬টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সিএইচসিপি আশরাফুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করাব।

সিরাজগঞ্জ সচেতন মহলের দাবী, যে সিএইচসিপি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে স্বাস্থ্য সেবা বিঘিœত ঘটিয়ে সিভিল সার্জন অফিসে গিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জনের জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর