বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিললো দুই কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা এসভি-৮০৪ নামের একটি বিমান থেকে স্বর্নবারসহ ১ কেজি ৯৭৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এ সময় কেবিন ক্রু রোকেয়া খাতুনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে সোনা উদ্ধার ও নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ মে ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, রিয়াদের এসভি-৮০৪ ফ্লাইটটি ২৮ মে ০১:৪৫ এ ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণে সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারনে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে। পরবর্তীতে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিয়াউল হক আরও জানান, গোপন তথ্যর ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিম ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশী করলে তার শরীর তল্লাশী করে ১১টি স্বর্নের বার, ৮টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়।

যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর