রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
লালমাইয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ শেরপুরের ঝিনাইগাতীতে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত -৩ স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতি ও গণতান্ত্রিক পুনর্বিন্যাস — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা।

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪




সিরাজগঞ্জ কামারখন্দ ভদ্রঘাট যুদ্ধ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুব শিবিরের আয়োজনে মধ্য ভদ্রঘাট মুক্তিযুদ্ধ স্মৃতি ও যাদুঘর মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন। জনগন সাথে থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ঢাকায় ২২টি হাসপাতালে স্পেশাল বরাদ্দ দেয়া হয়েছে। জুলাই মাস থেকে সারাদেশে সকল মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর দেওয়া হবে- যা দেখে সহজেই সবাই বুঝতে পারেন এটা মুক্তিযোদ্ধার কবর। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশে থেকে শতভাগ বিদ্যুত নিশ্চিত করেছে। আগামী ৫ বছরের মধ্যে দেশের ৮০ ভাগ অঞ্চলে চলাচলের রাস্তা পাকাকরণ করা হবে।

বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৪আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর