রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
লালমাইয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ শেরপুরের ঝিনাইগাতীতে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত -৩ স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতি ও গণতান্ত্রিক পুনর্বিন্যাস — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা।

এনায়েতপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিনিধি: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জ এনায়েতপুর থানার দক্ষিণের যমুনা তীরবর্তী প্লাবিত ও ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলের দিকে এনায়েতপুর স্পারবাঁধ থেকে নৌকা যোগে হাট পাঁচিল এলাকা পর্যন্ত পরিদর্শন করেন।

প‌রিদর্শন কালে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ব‌লেন, বন্যাপ্রবণ উপজেলায় প্রায় ১৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বন্যাকবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে ৬৯৫ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে। ‘পাশাপাশি নগদ টাকা, শিশু খাদ্য ও গো-খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বন্যাকবলিত হলেও আতঙ্কের কারণ নেই। বন্যা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার প্রায় ২৫টি ইউনিয়নের নদীপাড়ের নিচু ও চর এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। এতে প্রায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারে।

এদিকে গত ৬ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে  যমুনার পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২.৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হ‌চ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, পিআইও রাশেদুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ ও খুকনী ইউপির চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্পের এসডিই মিল্টন হোসেন, এসও আব্দুল ওয়াহাব সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর