বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

বঙ্গভবনের সামনে গ্রাম পুলিশের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সড়ক ত্যাগ

অনলাইন ডেস্ক: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারে আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠানের আয়োজনের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন গ্রাম পুলিশ সদস্যরা। 

শুক্রবার বিকেলে বঙ্গভবন এবং রাজউকের সামনের অংশে গ্রাম পুলিশের সদস্যরা জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, চাকরি জাতীয়করণ। 

আন্দোলনরতদের এ অবস্থা দেখে বঙ্গভবনে প্রবেশের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি গ্রাম পুলিশ সদস্যদের সামনে এসে তাদের দাবি দেওয়ার সকল কাগজপত্র নেন। এ সময় গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের বক্তব্য শুনলাম, আপনাদের লিখিত বক্তব্য গুলো নিয়ে গেলাম। রবিবার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আমি আলাপ আলোচনা করব। প্রয়োজনে আপনারাও আসতে পারেন। সংশ্লিষ্ট সচিব সহ সকলকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখব। সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করব। তবে আমি বলছি না, বসার পরদিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করবো। সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান। 

পরে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসের ভিত্তিতে, গ্রাম পুলিশের সদস্যরা সড়ক ছেড়ে চলে যান।

গ্রাম পুলিশ সদস্যদের চার দাবি-

১) অন্যান্য বাহিনীর ন্যায় বিশেষভাবে পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশ এসআইয়ের ন্যায় দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করতে হবে।  

২) পুলিশ সদস্যদের ন্যায় রেশন পেনশনসহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে।

৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে।  

৪) ২০০৮-২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর