সিরাজগঞ্জের চৌহালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদের মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রিপনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল (বিএনপি) চৌহালী উপজেলা শাখার সভাপতি জাহিদ মোল্লা, সহ সভাপতি বকুল সিকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, যুগ্ম সম্পাদক হাসান মোল্লা, জাসদের সভাপতি রিপন মিয়া ও ছাত্র দলের আহবায়ক সাব্বির আহমেদ মোল্লা প্রমুখ।